তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সাজেশনস-পরীক্ষা ২০১৬ ইং (পুরাতন সিলেবাস)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)  সাজেশনস-পরীক্ষা ২০১৬ ইং (পুরাতন সিলেবাস)
শ্রেণি: একাদশ- দ্বাদশ
অধ্যায়: ১(রচনা মূলক প্রশ্ন)
১.(ক) ডেটা ও ইনফরমেশন কী? অথবা তথ্য ও উপাত্ত বলতে কী বুঝায়?
   (খ) ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য কী ? অথবা তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য কী?
২.(ক) বিশ্বগ্রাম বলতে কী বুঝায়? (খ) বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে প্রাপ্ত সুবিধা সমূহ লিখ।
৩.(ক) ইলেকট্রনিক মেইল বা ইমেল কী? (খ) ইলেকট্রনিক মেইল বা ইমেল সম্পর্কে আলোচনা কর।
৪.(ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? (খ) সমাজ জীবনে তথ্য ও যোগযোগ প্রযুক্তির প্রভাব সম্পর্কে লিখ।
অধ্যায়: ১(সংক্ষিপ্ত প্রশ্ন)
১. টেলি কনফারেন্সিং কী? এ সম্পর্কে বিস্তারিত লিখ। ২. কৃত্তিম বুদ্ধিমত্তা কী? ৩. ক্রায়োসার্জারি কী?
৪. বায়োমেট্রিক্স কী? বায়োমেট্রিক্স এর ব্যবহার সংক্ষেপে লিখ। ৫. বায়োইনফরমেট্রিক্স কী? এর উদ্দেশ্য লিখ।
৬. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? কৃষিক্ষেত্রে এর প্রয়োগ লিখ। ৭.ন্যানোটেকনোলজি কী?
অধ্যায়: ২(রচনা মূলক প্রশ্ন)
১.(ক) ডেটা কমিউনিকেশন কী? (খ) ডেটা কমিউনিকেশনের উপাদান বা অংশ সমূহ কী কী বর্ণনা কর।
২.(ক) ডেটা ট্রান্সমিশন কী? বা ডেটা ট্রান্সমিশন স্পীড কী? বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিমন স্পীড  বর্ণনা কর।
৩.(ক) ফাইবার অপটিক ক্যাবল কী? (খ) ফাইবার অপটিক  ক্যাবলের গঠন ও প্রকারভেদ বর্ণনা কর।
৪.(ক) নেটওয়ার্ক টপোলজি কী? উহা কতপ্রকার ও কী কী? বিভিন্ন প্রকার টপোলজি সংক্ষেপে বর্ণনা কর।
অধ্যায়: ২(সংক্ষিপ্ত প্রশ্ন)
১. সিনক্রোনাস ট্রান্সমিশন কী? এর সুবিধা অসুবিধাগুলো লিখ।
২. সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পাথর্ক্য কী?
৩. সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
৪. ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত লিখ। ৫. ফাইবার অপটিক  ক্যাবলের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।
৬. ওয়াইফাই কী? এর সুবিধা ও অসুবিধা লিখ। ৭. ওয়াইম্যাক্স কী? ওয়াইম্যাক্স এর সুবিধা-অসুবিধাগুলো লিখ।
৮. কম্পিউটার নেটওয়ার্ক কী? ৯. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN কী? এই সম্পর্কে সংক্ষেপে লিখ।
১০. মডেম কী? মডেমের ব্যবহার বর্ণনা কর। ১১. স্টার,বাস ও ট্রি নেটওয়ার্ক গঠন ও বৈশিষ্ট্য লিখ।
অধ্যায়: ৩(রচনা মূলক প্রশ্ন)
১.(ক) সংখ্যা পদ্বতি কী? সংখ্যা পদ্বতির বেজ বলতে কী বুঝ? (খ) বিভিন্ন সংখ্যা পদ্বতির বেজ বা ভিত লিখ।
২. ১ থেকে ১৬ পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর বাইনারি,অকট্যাল ও হেক্সাডেসিমেল সংখ্যা লিখ।
৩. বিসিডি, ইবিসিডিআইসি,অ্যাসকি কোড ও ইউনি কোড কী? এদের সম্পর্কে সংক্ষেপে লিখ।
৪. 5A, 3E.1A, 4C.B7, FF, A5F, 3D, AB.CD কোন ধরনের সংখ্যা? সংখ্যাগুলোর সমকক্ষ দশমিক,বইনারি ও অকট্যাল সংখ্যায় প্রকাশ কর।
৫. (৫৬.৪৭)৮, (৫৩২.৭৫)৮, (৬F.৩C)১৬, (ABCD.EF)১৬, (২BCD.৫৩)১৬ কে বাইনারি ও দশমিক সংখ্যায় রূপান্তর কর।
৬. ২এর পরিপূরক পদ্বতি ব্যবহার করে বাইনারি বিয়োগ সমাধান কর।
২০৩ থেকে ১৮০, -১৯০ থেকে ১৮০, (১১১)১০ থেকে (১০১)১০ ,(১০১১০১)২ থেকে (১১০১১০)২ ,(১১১১১০১)২ থেকে (১০০১১০)২ , (১০১১০১০)২ থেকে (১১১০১১০)২ , (১১১১০১০)২ থেকে (১০০০১১০)২ .
৭. ডি-মরগ্যানের উপপাদ্য দু’টি বর্ণনা কর এবং প্রমাণ কর।
৮. তিন চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য দু’টি বর্ণনা কর এবং প্রমাণ কর।
৯. (ক) সার্বজনীন গেইট কী? সার্বজনীন গেইট কয়টি ও কী কী? (খ) NAND এবং NOR  গেইট কে সার্বজনীন গেইট বলা হয় কেন?
১০. লজিক গেইট কী? মেৌলিক লজিক গেইট কয়টি ও কী কী বর্ণনা কর।
১১. রেজিস্টার কী? বিভিন্ন প্রকার রেজিস্টারের নাম লিখ।
অধ্যায়: ৩(সংক্ষিপ্ত প্রশ্ন)
১. সংখ্যা পদ্বতি কী? বিভিন্ন সংখ্যা পদ্বতির বর্ণনা দাও। ২. বিসিডি ও আলফানিউমেরিক কোড বর্ণনা কর।
৩. অ্যাসকি কোড ও ইউনি কোড বর্ণনা কর। ৪. (১০১১.১১)২ ও(১০১.১১)২ সংখ্যা দুটির যোগফল ও বিয়োগফল নির্ণয় কর। ৫. (১১১১০১১.১১১১০১১)২ কে দশমিক,অকট্যাল ও হেক্সাডেসিমেলে প্রকাশ কর।
৬. ২ এর পরিপূরক কী? ২এর পরিপূরক পদ্বতি ব্যবহার করে একটি বাইনারি বিয়োগ সমাধান কর।
৭. বুলিয়ান স্বতঃসিদ্ধ সমূহ লিখ। ৮. এনকোডার কী? ৯. একটি অকট্যাল থেকে বইনারি এনকোডার চিত্রসহ বর্ণনা কর। ১০. ডিকোডার কি? ৩  থেকে ৮ লাইন ডিকোডার  চিত্রসহ বর্ণনা কর। ১১. অ্যাডার কী? হাফ অ্যাডার সম্পর্কে বর্ণনা দাও। অথবা ফুল অ্যাডারের বাস্তবায়ণ দেখায়। ১২. রেজিস্টার ও কাউন্টারের ব্যবহার লিখ।
অধ্যায়: ৪(রচনা মূলক প্রশ্ন)
১.(ক)এইচটিএমএল (HTML)বা হাইপার টেক্সট ল্যাংগুয়েজ কী?(খ)এইচটিএমএল এর সুবিধা ও অসুবিধা লিখ।
২.(ক) ইন্টারনেট কী? ইন্টারনেট কোন প্রটোকলে কাজ করে? (খ) ইন্টারনেটরে গঠন সংক্ষেপে বর্ণনা কর।
অধ্যায়: ৪(সংক্ষিপ্ত প্রশ্ন)
১. ওয়েব পেইজ কী? ২. সার্চ ইঞ্জিন কী? সংক্ষেপে বর্ণনা কর। ৩. ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সুযোগ ও সুবিধাগুলো লিখ।
অধ্যায়: ৫(রচনা মূলক প্রশ্ন)
১. প্রোগ্রামের ভাষা কী? প্রোগ্রামের ভাষা কত প্রকার ও কী কী?
২. হাই লেভেল ভাষা কী? হাই লেভেল ভাষার এর সুবিধা ও অসুবিধা বিস্তারিত লিখ।
৩. ফ্লোচার্ট কী? উহা কত প্রকার ও কী কী? প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীক গুলো অর্থ সহ লিখ। ফ্লোচার্ট আকার নিয়মাবলী লিখ।
৪. তিনটি সংখ্যা থেকে বড়/ছোট সংখ্যাটি খুজে বের করার একটি ফ্লোচার্ট তৈরি কর।
৫. লুপ বলতে কী বুঝায়? লুপ কত প্রকার ও কী কী? সি ভাষায় ব্যবহৃত লুপ গুলোর একটি উদাহরণ দাও।
৬. সি প্রোগ্রামিং কী? দুটি সংখ্যার গ.সা.গু নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখ।
অধ্যায়: ৫(সংক্ষিপ্ত প্রশ্ন)
১. চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL কী? ২. অ্যালগরিদম কী? এর সুবিধাসমূহ লিখ। ৩. সূডোকোড কী?
৪. একটি আদর্শ প্রোগ্রামের কী কী গুনাবলী থাকা প্রয়োজন লিখ। ৫. অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্য পাথর্ক্য লিখ। ৬. ডিবাগিং কী? প্রোগ্রাম ডিবাগিং বলতে কী বুঝায় । ৭. প্রোগ্রামের ভাষা ও গঠন সম্পর্কে বিস্তারিত লিখ।
৮. মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা কী? এর সুবিধা ও অসুবিধা লিখ। ৯. কম্পাইলার কী? এর সুবিধা ও অসুবিধা  লিখ। ১০. ইন্টার প্রেটার কী? এর সুবিধা ও অসুবিধা লিখ। ১১. কম্পাইলার ও ইন্টার প্রেটারের মধ্যে পাথর্ক্য লিখ। ১২. প্রোগ্রাম তৈরির ধাপসমূহ লিখ। ১৩. উদাহরণসহ স্ট্রাকচার্ট প্রোগ্রামিং সংক্ষেপে লিখ। ১৪. ভিজুয়াল প্রোগ্রামিংয়ের বিস্তারিত লিখ। ১৪. একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখ।
অধ্যায়: ৬(রচনা মূলক প্রশ্ন)
১. ডেটাবেজ কী? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) বলতে কী বুঝায়? সংক্ষেপে বর্ণনা কর।
২. রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS –এর বৈশিষ্ট্য লিখ।
৩. কুয়েরি বলতে কী বুঝ? কুয়েরি ভাষা সম্পর্কে বিস্তারিত লিখ।
৫. রিলেশনশীপ বলতে কী বুঝ? রিলেশনশীপ কত প্রকার ও কী কী? বিভিন্ন প্রকার রিলেশন উদাহরণসহ কর।
অধ্যায়: ৬(সংক্ষিপ্ত প্রশ্ন)
১. SQL সম্পর্কে যাহা জান লিখ। ২. ইন্ডেক্সিং কী? ইন্ডেক্সিং এর সুবিধা ও অসুবিধা লিখ। ৩. ডেটা এনক্রিপশন বলতে কী বুঝ? ডেটা এনক্রিপশন করার উপায়গুলো কী কী?

মো৪ বনি আমিন (প্রভাষক-ICT)
মুলাদী মহিলা কলেজ
মুলাদী, বরিশাল।
** ভালভাবে পড়াশুনা করে জ্ঞান অজর্নের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহন কর।**

Post a Comment

Previous Post Next Post