HSC পরীক্ষা ২০১৪ ইং ছাত্র-ছাত্রীদের জন্য কতিপয় গুরুত্বপূর্ণ "সমার্থক শব্দ"

সমার্থক শব্দ
যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক শব্দ বা একার্থক শব্দ বলে ।

মূলত, রচনায় মাধুর্য সৃষ্টি বা রক্ষার জন্য রচনার বিভিন্ন জায়গায় একই অর্থবোধক একটি শব্দ ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । বিশেষত কবিতায় এবং কাব্যধর্মী গদ্যরচনায় এর প্রয়োজনীয়তা খুবই বেশি ।

গুরুত্বপূর্ণ শব্দ : রাত্রি, কপাল, গরু, লাল, পদ্ম, কোকিল, সাগর, নদী, ঘোড়া, সূর্য, চাঁদ, আলো, ঘর, বায়ু, পানি, পর্বত, পৃথিবী, বিদ্যুত, মেয়ে/স্ত্রী/কন্যা, মেঘ অগ্নি, হাতি, কপাল, সাহসী, নারী, সুগন্ধ্য,

কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ
অগ্নিঅনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
অন্ধকারআঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
অতনুমদন, অনঙ্গ, কাম, কন্দর্প
আকাশআসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
আলোকআলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা
ইচ্ছাআকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
কপালললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
কোকিলপরভৃত, পিক, বসন্তদূত
কন্যামেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
গরুগো, গাভী, ধেনু
ঘোড়াঅশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
ঘরগৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
চক্ষুচোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
চন্দ্রচাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
চুলচিকুর, কুন্তল, কেশ, অলক,
জননীমা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,
দিনদিবা, দিবস, দিনমান
দেবতাঅমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
দ্বন্দ্ববিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
তীরকূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
নারীরমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
নদীতটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
নৌকানাও, তরণী, জলযান, তরী
পণ্ডিতবিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ
পদ্মকমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
পৃথিবীধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল
পর্বতশৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র
পানিজল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়
পুত্রতনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন
পত্নীজায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী
পাখিপক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ
ফুলপুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন
বৃক্ষগাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
বনঅরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন
বায়ুবাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ
বিদ্যুতবিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা
মানুষ‍মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর,
মাটিক্ষিতি, মৃত্তিকা,
মেঘজলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর
রাজানরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ
রাতরাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা
শরীরদেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব
সর্পসাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক
স্ত্রীপত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ,
স্বর্ণসোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ
স্বর্গদেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত
সাহসীঅভীক, নির্ভীক,
সাগরসমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি
সূর্যরবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
হাতকর, বাহু, ভুজ, হস্ত, পাণি
হস্তীহাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ
লাললোহিত, রক্তবর্ণ
ঢেউতরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ

মোঃ বনি আমিন( ব্লগার & এডমিন)


Post a Comment

Previous Post Next Post