শিক্ষা,শান্তি,ঐক্য ও প্রগতির উদ্ভাসে উদ্ভাসিত বরিশালের মুলাদী কলেজ। কলেজটি বাংলাদেশ স্বাধীন হওয়ার অাগেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু প্রতিষ্ঠিত হলেও নেই কলেজের কোন উন্নতি। কিন্তু তারপরও শিক্ষাদীক্ষায় বরাবরের মতোই রয়েছে এগিয়ে। চারদিক থেকে নদী বেষ্টিত থাকার কারনে এ এলাকার মানুষ শিক্ষাদীক্ষা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। কারন মুলাদী উপজেলার চারদিক ঘিরে রয়েছে শুধু নদী আর নদী। আর তার সাথে যোগ হয়েছে কলেজ বিহীন। তাই ঐ অঞ্চলের প্রানের দাবি হয়েওঠে একটি কলেজ প্রতিষ্ঠার। কারন এঅঞ্চলের হতদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রবল ইচ্ছা থাকা স্বত্বে ভাল কোন কলেজে পড়তে পারত না, পারতনা তারা উচ্চ শিক্ষিত হতে। আর তাই বরিশাল জেলার মুলাদী উপজেলা সদরে ১৯৭০ সালে মুলাদী কলেজটি প্রতিষ্ঠা করেন মরহুম আঃ মন্নান খাঁন। কিন্তু কলেজটি স্হাপনের পরপরই বেশ কৃতিত্ব আর সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কিন্তু তারপরও নেই কেনো কোন উন্নতি অগ্রগতি। অবশেষে ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভূক্ত বাংলা, ইতিহাস,রাষ্ট্রবিজ্ঞান,সমাজবিজ্ঞানসহ কয়েকটি বিষয়ের ওপর অনার্স করার অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় এই কলেজটিকে।কিন্তু শুধু অনার্স করেই ক্ষান্ত হননি অবশেষে আবার ২০১৬ সরকারিকরন করা হয় মুলাদী কলেজকে। অার তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল বাসীর অহংকার জনাব অাবুল হাসানাত অাব্দুল্লাহকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মুলাদী বাসীর পক্ষথেকে অত্র কলেজর অধ্যক্ষ।