HSC কৃষি শিক্ষা ২য় পত্র চুড়ান্ত সাজেশন-পরীক্ষা ২০১৫ ইং বরিশাল বোর্ড।

HSC কৃষি শিক্ষা ২য় পত্র চুড়ান্ত সাজেশন-পরীক্ষা ২০১৫ ইং বরিশাল বোর্ড।
রচনামূলক প্রশ্নঃ প্রথম অধ্যায়: মাৎস্য চাষ
১. রাজপুঁটি ও নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি বর্ণনা কর।***
২. পুকুরে ও ঘেরে গলদা চিংড়ির চাষ পদ্ধতি লিখ।***
৩. বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা লিখ।***
৪. উপকূলীয় এলাকায় একক ভাবে বাগদা চিংড়ির চাষ পদ্ধতি লিখ।***
৫. মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।***
ক) শুঁটকি করণ পদ্ধতি খ) লবণজাত করণ গ) বরফজাত করণ ঘ) হিমায়িত করণ পদ্ধতি।
৬. আধুনিক পদ্ধতিতে চিংড়ি প্রক্রিয়াজাত করণ বর্ণনা কর এবং চিংড়ি প্রক্রিয়াজাত করণের ফ্লোচার্টটি লিখ।***
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. মাছের প্রাকৃতিক খাদ্যের বর্ণনা দাও।**
২. মাছের সম্পূরক খাদ্যের বর্ণনা দাও।*
৩. মাছ শুঁটকি করণ কাকে বলে? মাছ শুঁটকি করণের গুরুত্ব লিখ।**
৪. মাছের ক্ষত রোগ, শোঁথ রোগ ও ফুলকা পচাঁ রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ।*
৫. গলদা চিংড়ি ও বাগদা চিংড়ির মধ্যে পার্থক্য লিখ।**
রচনামূলক প্রশ্নঃ দ্বিতীয় অধ্যায়: পোল্ট্রি পালন
১. বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা লিখ।**
২. পোল্ট্রি পালনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখ।**
৩. আদর্শ পোল্ট্রি খামারের পরিকল্পনার বিবেচ্য বিষয় গুলো লিখ।**
৪. ডিম উৎপাদন বা লেয়ার এবং মাংস উৎপাদন বা ব্রয়লার খামার পরিকল্পনা বর্ণনা কর।*
৫. ডিম ফুটানোর কৃত্রিম পদ্ধতি বর্ণনা কর।**
৬. মুরগির বিভিন্ন প্রকার পালন পদ্ধতি লিখ।*
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. উল্লিখিত বিভিন্ন জাতের হাঁসের উৎপত্তিসহ বৈশিষ্ট্য লিখ।*
ক) খাকি ক্যাম্পবেল খ) ইন্ডিয়ান রানার গ) জিনডিং
২. উল্লিখিত বিভিন্ন জাতের মুরগির বৈশিষ্ট্য লিখ।***
ক) রোড আইলেন্ড রেড খ) লেগহর্ণ গ) মিনকা ঘ) আসিল ঙ) কোচিন ছ)ফাউমি ছ) নিউ হ্যাম্পশায়ার।
৩. বাচ্চা ফোটানের জন্য কিভাবে ডিম বাছাই করবে লিখ।**
৪. মুরগির বার্ডফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ।**
৫. মুরগির রানীক্ষেত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ।***
৬. কোয়েল পালনের গুরুত্ব লিখ।*
৭. হাঁসের প্লেগ রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ।**
রচনামূলক প্রশ্নঃ তৃতীয় অধ্যায়: পশু পালন:
১. পশু পালনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখ। **
২. নিম্নে উল্লেখিত বিভিন্ন উন্নত জাতের গুরুর বৈশিষ্ট্য লিখ।**
ক) হলস্টেইন-ফ্রিজিয়ান খ) জার্সি গ) শাহিওয়াল ঘ) লাল সিন্ধি।
৩. পশু সম্পদ উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা বর্ণনা কর।**
৪. ফার্মে প্রসবকালীন গাভী এবং দুগ্ধবতী গাভীর যত্ন বর্ণনা কর।*
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. গরুর ক্ষুরারোগ, তড়কা রোগ, জলাতঙ্ক রোগ ও বাদলা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ।**
২. ব্লাক-বেঙ্গল ছাগল ও যমুনা পারি ছাগলের উৎপত্তি ও বৈশিষ্ট্য লিখ।***
৩. ছাগলের পি.পি.আর রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ।*
৪. দুধ উৎপাদনকারী জাত। যেমন: সানেন, অ্যাংলো-নুরিয়ান, বিটল জাত। এদের উৎপত্তি সহ বৈশিষ্ট্য লিখ।*
৫. বাংলাদেশে ছাগল পালনের সম্ভাবনা লিখ।***
৬. নবজাত বাছুরের যন্ত বর্ণনা কর।**
রচনামূলক প্রশ্নঃ ৪র্থ অধ্যায়: বনায়ন
১. বন কাকে বলে ? বনের অর্থনৈতিক গুরুত্ব লিখ।***
২. ক) ম্যানগ্রোভ বন কাকে বলে ? ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য লিখ।**
    খ) সামাজিক বন কাকে বলে ? সামাজিক বনের বৈশিষ্ট্য লিখ।**
৩. কৃষি ও বৃক্ষ মেলা কী ? এদের উভয়ের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা কর।**
৪. উপজেলা পর্যায়ের কৃষি ও বৃক্ষ মেলা সম্পর্কে আলোচনা কর।*
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা / উপকারিতা লিখ।**
২. পাহাড়ি বন ও ম্যানগ্রোভ বনের মধ্যে পার্থক্য লিখ।*
৩. ৫ টি ভেষজ উদ্ভিদের নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার লিখ।*
৪. বৃক্ষের প্রুনিং কি ? প্রুনিং পদ্ধতি ও প্রুনিং এর উপকারিত লিখ।**
৫. বৃক্ষের ট্রেনিং কি ? ট্রেনিং পদ্ধতি ও ট্রেনিং এর উপকারিত লিখ।**
৬. প্রুনিং ও ট্রেনিং এর মধ্যে পার্থক্য লিখ।**
৭. বৃক্ষ মেলার উপযোগি প্রজাতি নির্বাচন কর।*
রচনামূলক প্রশ্নঃ ৫ম অধ্যায়:- কৃষি অর্থনীতি ও সমবায়
১. কৃষি খামার বলতে কী বুঝ ? খামারের শ্রেণি বিভাগ ও কার্যাবলী লিখ।**
২. মাঠ ও উদ্যান ফসলের খামার স্থাপনের পরিকল্পনার বিবেচ্য বিষয় গুলো লিখ।**
৩. কৃষি ঋণ বলতে কী বুঝ ? প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋনের উৎস সমূহ বর্ণনা কর।**
৪. কৃষি সমবায় বলতে কী বুঝ ? কৃষি উন্নয়নে সমবায়ের ভূমিকা লিখ।**
৫. কৃষি পণ্য বাজারজাত করণ কী ? কৃষি পণ্য বাজার জাত করণের গুরুত্ব লিখ।*
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. খামার পরিচালনা পদ্ধতি বা খামার পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন ধাপ গুলো লিখ।***
২. শস্য পর্যায় বা শস্য চক্র কী ? শস্য চক্রের নীতিমালা ও শস্য চক্রের উপকারিতা লিখ।**
৩. ফসল বিন্যাস কাকে বলে ? ফসল বিন্যাসের বৈশিষ্ট্য ও প্রকারভেদ লিখ।*
৪. ফসল বিন্যাস ও শস্য পর্যায়ের মধ্যে পার্থক্য লিখ।**
৫. সমবায় আইন কী ? সমবায় আইনের গুরুত্ব পূর্ণ ৫ টি ধারা সমূহ লিখ।**
কৃতজ্ঞতা: শহিদুল ইসলাম , আলমগীর হোসেন(প্রভাষক)–মুলাদী বিশ্ববিদ্যালয় কলেজ, সামিমা নাসরিন(প্রভাষক)-পূর্ব হোসনাবাদ কলেজ।
অন্যান্য বিষয়ের সাজেশন এবং বিষয় ভিত্তিক টিপস এখন মুলাদীর জানালায়।- http:banimuladi.blogspot.com/    
 www.facebook.com/Muladir Janala. Facebook আমি banibm1@gmail.com

1 Comments

  1. উত্তর গুলো দিলে উপকৃত হবো

    ReplyDelete
Previous Post Next Post