HSC পরীক্ষা ২০১৫ ইং মডেল টেস্ট বাংলা উপন্যাস "পদ্মা নদীর মাঝি"।

                         মডেল টেস্ট পরিক্ষা- ২০১৫ ইং
                                      দ্বাদশ শ্রেণি
সময়: ৩ ঘন্টা     বিষয়: বাংলা ১ম পত্র - উপন্যাস                                                                    পূর্ণমান:- ১০০
জ্ঞানমূলক প্রশ্নঃ-                                ৫০x১=৫০

০১. “পদ্মা নদীর মাঝি” কোন ধরনের উপন্যাস ?
০২. “ মিছা কইলাম নাকিরে কুবির”- এ উক্তিটি কার ?
০৩. কুবেরের মেয়ের নাম কী ?
০৪. রথের উৎসব কোন গ্রামে অনুষ্ঠিত হয় ?
০৫. “ উপন্যাস” শব্দের আক্ষরিক অর্থ কী ?
০৬. শ্যামাদাসের বাড়ী কোন গ্রামে ?
০৭. কুবেরকে মাছ চুরি করার  জন্য প্ররোচিত করত কে ?
০৮. “ পদ্মা নদীর মাঝি” উপন্যাসটির রচয়িতা কে ?
০৯. “ একখান গীত ক দেহি কুবের” উক্তিতি কার ?
১০. “ জাড়” শব্দটির অর্থ কী ?
১১. কুবেরের শ্বশুর বাড়ী কোথায় ?
১২. কুবেরের স্ত্রীর নাম কী ?
১৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত উপন্যাস কয়টি ?
১৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সাল কত ?
১৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সাল কী ?
১৬. কুবের কার কাছ থেকে সন্তান হওয়ার খবর শুনতে পায়?
১৭. “ পদ্মা নদীর মাঝি” উপন্যাসে গণেশ কুবেরের কে হয় ?
১৮. উপন্যাসে কপিলা কুবেরের কি হয় ?
১৯. “অন্নবাবার মাঠ” কোথায় অবস্থিত ?
২০. হোসেন মিয়ার দ্বীপের নাম কী ?
২১. রাসুর মামার নাম কী ?
২২. মেজকর্তার নাম কী ?
২৩. কুবেরের বড় মেয়ের নাম কী ?
২৪. “ পদ্মা নদীর মাঝি” উপন্যাসের নায়িকার নাম কী ?
২৫. “পদ্মা নদীর মাঝি” উপন্যাসে সিধূ কোন প্রকৃতির লোক?
২৬. উপন্যাসে জন্মগতভাবে খোঁড়া কে ?
২৭. শীতলবাবু কার কাছ থেকে মাছ ক্রয় করত ?
২৮. যুগী কে ?
২৯. “পদ্মা নদীর মাঝি” উপন্যাসের অনুবাদকের নাম ক ?
৩০. আমিনুদ্দির মেয়ের নাম কী ?
৩১. “পদ্মা নদীর মাঝি” উপন্যাসের নায়ক কে ?
৩২. শ্যামাদাসের প্রথম স্ত্রীর নাম ক ?
৩৩. ময়না দ্বীপের বলিষ্ঠ যুবুকটির নাম কী ?
৩৪. কুবের ও গণেশ কার নৌকায় মাছ ধরে ?
৩৫. উপন্যাসে বর্ণিত জেলে পাড়াটির নাম কী ?
৩৬. কুবেরের প্রথম দুই ছেলের নাম কী ?
৩৭. কার সাথে গোপীর বিয়ে হয় ?
৩৮. মালার নবজাতক সন্তানের নাম ক ?
৩৯. উপন্যাসে বর্ণিত রসুলের গ্রামের নাম কী ?
৪০. রাসুর পিতার নাম কী ?
৪১. উক্ত উপন্যাসের লেখকের আসল নাম কী ?
৪২. মালার বড় ভাইয়ের নাম কী ?
৪৩. কে ময়না দ্বীপের পত্তনী নিয়ে ছিল ?
৪৪. পানিতে ডুবে মরা গৃহস্থ পরিবারের শিশুটির বয়স কত ?
৪৫. “ হালা ডাকাইত”- কার প্রসঙ্গে এ উক্তি করা হয়েছে ?
৪৬. “পদ্মা নদীর মাঝি” উপন্যাসটি কত সালে প্রকাশিত ?
৪৭. গণেশের শালার নাম কী ?
৪৮. “আজান খুড়ার” আসল নাম কী ?
৪৯. “ কসুর মাপ কইরো বাই”- উক্তিটি কে, কাকে বলেছে ?
৫০. “ পোলা দিয়া করুম কী” – উক্তিটি কার ?


অনুধাবনমূলক প্রশ্ন:- ২৫ টি ২৫x২=৫০
০১. “ সোয়ামীরে মনে পড়ে মাঝি”- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ?
০২. “ আগো মাসি, নিয়া যাও, কই থুইয়া যাও আমারে” গোপীর এই উক্তির কারণ কী ?
০৩. “ আইগো আই, ত্যাল তো নাই”- উক্তিটি কার ব্যাখ্যা কর ?
০৪. শ্যামাদাসকে দেখে কুবেরের মুখ খানা ম্লান হয়ে গেল কেন ?
০৫. “ সামান্য ক-আনা পয়সার জন্য এত কান্ড করা কি জন্য” ? উক্তিটি কার ব্যাখ্যা কর ?
০৬. যুগলকে মেয়ের জামাই করতে কুবের ও মালার মনে আগ্রহ সৃষ্টি হয় কেন ?
০৭. “ না মিয়া, ঘর দিয়া কাম নাই” উক্তিটি কার ব্যাখ্যা কর ?
০৮. “ আমার বাপ ভাই ডুইবা মরে, একবার নি খবর নিলা” উক্তিটি কে, কাকে, কেন করে ছিল ?
০৯. “ গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে আরো বেশী ছোট লোক” উক্তিটি ব্যাখ্যা কর ?
১০. “ ঈশ্বর থাকেন ঐ গ্রামে ভদ্র পল্লীতে। এখানে তাহাকে খুজিয়া পাওয়া যাইবেনা “উক্তিটি ব্যাখ্যা কর ?
১১. ‘তিনডা মাছ আইজ দে কুবের’- উক্তিটি কে, কাকে, উদ্দেশ্য করে বলেছে ?
১২. গণেশকে বোকা মনে করা হয় কেন ?
১৩. ‘ স্থানের অভাব এ জগতে নাই। তবু মাথা গুঁজিবার ঠাঁই ওদের ঐটুকুই।‘-উক্তিটি ব্যাখ্যা কর ?
১৪. ‘ দেখ গিয়া বাড়ীতে কী কান্ড হইয়া আছে’- কান্ডটি কী ?
১৫. ‘ আমারে নিবা মাঝি লগে’কে, কার সাথে, কোথায়, কেন যেতে চেয়েছিল ?
১৬. ‘ শরীর থাক আর যাক, এ সময় একটা রাত্রে ও ঘরে বসিয়া থাকিলে কুবেরের চলিবেনা ।‘ কেন ? বুঝিয়ে লিখ।
১৭. ‘ দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ-দুঃখের ভাগাভাগি আছে, কলহ এবং পুর্ণমিলন ও আছে, উক্তিটি কেন করা হয়েছে ?
১৮. ‘ শিক্ষা হোক । নিজের নিজের ভাগ বুঝিয়া লইতে শিখুক।‘উক্তিটির মাধ্যমে কী বুঝানো হয়েছে ?
১৯. ‘ মিছা কইলাম নাকিরে কুবির’ ?- কে, কেন এ উক্তিটি করেছিল ?
২০. ‘ মারবা নাকি ? আগো মার, মার’- মালা কেন এ উক্তি করেছিল ?
২১. ‘ খাটাসের মত হাসিস ক্যান কপিলা, আঁই’ ?- উক্তিটি কুবের কেন করে ছিল ?
২২. মাঠের নাম অন্ন বাবার মাঠ রাখা হয় কেন ?
২৩. ‘ নয় সন্দ কইরা থুইছি’। উক্তিটি কুবের কেন করে ছিল ?
২৪.‘ আছেনা ? বাঘ সিঙ্গিতে বোঝাই’। রাসু কেন উক্তিটি করেছিল ?
২৫. ‘ মাইজা বাবু নি আমাগো বাড়ী আহে তাই জিগাই’- গোপীর এ উক্তিটির কারণ ব্যাখ্যা কর ।

Post a Comment

Previous Post Next Post