২০১৬ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৮ বাংলা ১ম পত্র।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
পল্লীজননী১৪। কানা কুয়ো বাঁশবনে বসে ডাকে কেন?
ক. অন্য পাখিদের ভয়ে
খ. স্বাচ্ছন্দ্যবোধ করে
গ. সাপখোপের ভয়ে
ঘ. ওখানেই তার বাস
১৫। ‘যে কথা ভাবিতে পরাণ শিহরে’—কোন কথা?
ক. সংসারের খ. ছেলের মৃত্যুর
গ. আয়-রোজগারের ঘ. নিঃসঙ্গ জীবনের
১৬। ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে?
ক. করিমের খ. রহিমের
গ. আবিরের ঘ. মাসুদের
১৭। ‘ওঝা’ বোঝাতে ‘পল্লী¬জননী’ কবিতায় কোন নামটি এসেছে?
ক. আজিজ খ. সোলেমান গ. করিম ঘ. রহিম
১৮। ছেলে কোনটিকে যতন করে রাখার আবদার তুলেছে?
ক. ঘুড়ি খ. লাটাই গ. বাঁশি ঘ. বড়শি
১৯। ‘পল্লী¬জননী’ কবিতায় কোন সিকার নাম করা হয়েছে?
ক. সমুদ্রকলি খ. ফুলঝুরি
গ. সাতনরি ঘ. বসন্তবাহার
২০। মা ছেলের রোগমুক্তির জন্য কজনের কাছে আকুতি জানিয়েছেন?
ক. একজনের খ. দুজনের
গ. তিনজনের ঘ. চারজনের
২১। ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
ক. দুই জায়গায় খ. তিন জায়গায়
গ. চার জায়গায় ঘ. পাঁচ জায়গায়
২২। ছেলে মাকে না বলে কোথায় গিয়েছিল?
ক. বিলে খ. মাঠে গ. বনে ঘ. নদীতে
আমি কোনো আগন্তুক নই
১। আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
ক. পাখির খ. কদম আলীর গ. জোনাকির ঘ. জমিলার মায়ের
২। কবি বইঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?
ক. শপথ নেওয়ার জন্য খ. পরশ অনুভব করার জন্য
গ. কবিকে খুঁজে পাওয়ার জন্য ঘ. অস্তিত্ব প্রমাণ করার জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রিপ ভ্যান উইংকল দীর্ঘ ২০ বছর পর তার গাঁয়ে ফিরে এলে তাকে কেউ চিনতে পারেনি। সবাই তার দিকে উত্সুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষে তার স্বজন টম এলে সব শঙ্কার অবসান ঘটে।
৩। উদ্দীপকের টমের সঙ্গে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় সাদৃশ্য রয়েছে—
i. জমিলার মায়ের ii. কদম আলীর iii. অবোধ বালকের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৪। এরূপ সাদৃশ্যের কারণ কী?
ক. বার্ধক্য খ. চিরচেনা গ. পরিচিত ঘ. স্বাজাত্যবোধ
৫। কবি আহসান হাবীব কোন পর্যন্ত পড়াশোনা করেছেন?
ক. আইএ খ. এসএসসি গ. বিএ ঘ. এম এ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
পল্লীজননী
১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. ক ২২. গ।
আমি কোনো আগন্তুক নই
১. খ ২. খ ৩. গ ৪. খ ৫. ক।

Post a Comment

Previous Post Next Post