বাংলাদেশের ইতিহাসের দুষ্প্রাপ্য কিছু ছবি (২য় পর্ব)


১৮৭০ – ঢাকার বিখ্যাত বাইজী নয়াবিন বাই ও তার দল।

১৮৬০ – তৎকালীন বাঙালি হিজড়া সম্প্রদায়ের মানুষ। তারা নাচ ও গানে পারদর্শী ছিলেন।

১৮৬০ – খেমটাওয়ালী (এক ধরনের আদি-রসাত্মক নাচ, তখনকার বাঙালি উচ্চবিত্তদের বিনোদন ) ও তার দল।

১৮৬০ – পদ্মা নদী।

১৮৮০ – নবাবের নিজস্ব সার্কাসের দল।

১৮৮০ – পিলখানায় হাতি ও মাহুতগণ।

১৮৮০ – ঢাকা জেলখানায় আসামিদের জীবনযাত্রা।

১৮৮০ – তেজগাঁও।

১৮৮২ – সেইন্ট গ্রেগরি স্কুল, ঢাকা।

১৮৯০ – ব্যাংক অফ বেঙ্গল। তৎকালীন শাহবাগে অবস্থিত এই ভবনটি পরবর্তীতে ঢাকা ক্লাবে রূপান্তরিত হয়।

১৮৯০ – ঢাকা ক্লাব।

১৮৯০ –  কলকাতা থেকে এম এ পাস করে আসা বাংলাদেশি ছাত্র।
তৎকালীন সময়ে পাস করে আসলে দূর দুরান্ত থেকে লোকজন দেখতে আসত।

১৮৯৫ – সম্ভবত এটাই পদ্মা নদীর মাঝিদের সবচেয়ে পুরনো ছবি।

১৮৯৫ – গোয়ালন্দ ঘাটে স্টিমারের সারি।

১৯০০ –  গ্রামীণ পরিবার, ময়মনসিংহ।

১৯০০ – নবাবদের শিকারের পর বাঘের চামড়া  ছাড়ানো হচ্ছে।

১৯০৪ – শাহবাগে নবাব পরিবারের নিজস্ব হরিন উদ্যান (deer park).

১৯০৫ – পিলখানায় হাতির বহর।

১৯০৭ – নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের সাথে ঢাকার সর্বপ্রথম হকি দল।

১৯১২ – নবাবদের দরবার হল। বর্তমানে মধুর ক্যান্টিন।

১৯১৫ – নবাবজাদীগন (নবাব সলিমুল্লাহের তিন কন্যা), বা থেকেঃ বিলকিস বানু, বাদশাহ বানু ও আমিনা বানু।

১৯২০ – ভালুক শিকার করার পর একজন ব্রিটিশ অফিসার।

১৯২১ – সরস্বতী পুজা মণ্ডপ, ঢাকা কলেজ হোস্টেল।

১৯২৪ – ঢাকার মানচিত্র।

১৯২৬ – নবাব খাজা সালাউদ্দিন সাথে তার ইংরেজ স্ত্রী এডিথ (Edith) ও অন্যান্যরা।

১৯২৮ – নবাবজাদী বিলকিস বানু বেগম, নবাব সলিমুল্লাহ ও বেগম রওশন আখতারের বড় মেয়ে।

১৯৩৩ – ঢাকা শান্তিনগর ব্রিটিশ আর্মি ব্যারাক

১৯৩৩ – প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী  Royal Norfolks Regiment ঢাকায় প্রবেশ করছে।

১৯৩৩ – ব্রিটিশ রেলওয়ের স্টিম ইঞ্জিন চালিত রেলগাড়ি, ঈশ্বরদী।

১৯৩৪ – ঢাকার ওয়াটারফ্রন্ট ভিউ।

১৯৩৪ – ব্রিটেনিয়া সিনেমা হল, ব্রিটিশ রেজিমেন্ট ক্যাম্প, ঢাকা।

১৯৪০ – ঢাকা ইউনিভার্সিটি ক্লাসরুম।

১৯৪০ – ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি।

১৯৪০ – ব্রিটিশ আর্মি অফিসার’স ক্লাব, চট্টগ্রাম।

১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ রয়েল এয়ারফিল্ড, কক্সবাজার।

১৯৪১ – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বহস্তে লেখা কবিতা।

১৯৪৬ - মহাত্মা গান্ধীর নোয়াখালীতে আগমন।

১৯৫০ – ঢাকা সেন্ট্রাল জেল।

১৯৫০ – ঢাকা সেন্ট্রাল জেলের আসামিদের ওয়ার্ড।

১৯৫৪ – ঈদের নামাজের খুতবা শুনছে মানুষ।

১৯৫৪ – ঈদ মেলা, ঢাকা।

১৯৫৪ – আওয়ামী মুসলিম লীগ অফিস (যা বর্তমানে আওয়ামীলিগ)

১৯৫৪ – ঢাকার রাজপথ

১৯৫৫ – পর্দা ঘেরা রিক্সা।

১৯৫৫ – খুলনা লঞ্চ টার্মিনাল।

১৯৫৬ – ঢাকা কলেজের পুরাতন ক্যাম্পাসে শহীদমিনার নির্মাণ করছে মেয়েরা।

১৯৫৬ – ২১শে ফেব্রুয়ারি, শহীদ মিনারে ফুল দিতে এসেছেন শহীদ বরকতের মা (ডানে)।

১৯৫৮ – বিয়ের পর পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছে নতুন বউ , মানিকগঞ্জ।

১৯৫৮ – বাংলাদেশের সর্বপ্রথম ফ্যাশন শো, আয়োজন করেছিলো Women’s Voluntary Association of Dhaka.

১৯৬০ – বায়তুল মোকাররম মসজিদ।

১৯৬০ – কাকরাইল, ঢাকা

১৯৬১ – রানী দ্বিতীয় এলিজাবেথের ঢাকায় আগমন।

১৯৬২ – মৃত ডলফিনের সাথে শিকারিরা, কক্সবাজার।

১৯৬৪ – মানিকগঞ্জের একটি গ্রাম্য মেলা।

১৯৬৪ – ঢাকা নিউ মার্কেট। Sico Photographers। দোকান নংঃ 419/a, সম্ভবত এখনো আছে।

১৯৬৪ – জিয়া বিমানবন্দর এলাকা, তখনকার সময়ে মানুষ সেখানে পিকনিক করতে যেত।
বাংলাদেশের ইতিহাসের উপর আমার এই সামান্য প্রচেষ্টাটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।

তথ্যসূত্রঃ পিসি হেল্পলাইন বিডি। 

Post a Comment

Previous Post Next Post