HSC পরিক্ষার মডেল টেস্ট-২০১৫ ইং বিষয়:- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

                        মডেল টেস্ট-২০১৫ ইং

বিষয়:- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র          

জ্ঞানমূলক প্রশ্ন (যে কোন ২০ টি প্রশ্নের উত্তর দাও)
১/ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য কী?
২/ সংযোজন শিল্প কী?
৩/ পুনঃ রপ্তনী কী?
৪/ সামাজিক পরিবেশ কী?
৫/অসীম দায় কী?
৬/ ট্রেড লাইসেন্স কী?
৭/ সবচেয়ে সহজ ব্যবসা কী?
৮/ নামমাত্র অংশীদার কী?
৯/ কৃত্রিম ব্যক্তিসত্তা কী?
১০/ চুক্তি কী?
১১/ শেয়ার কী?
১২/ যৌথমূলধনী ব্যবসা কী?
১৩/ বিকাশ কী?
১৪/ কুরিয়ার সার্ভিস কী?
১৫/ স্মারক লিপি কী?
১৬/ বিবরণ পত্র কী?
১৭/ রাইট শেয়ার কী?
১৮/ সংঘ স্মারক কী?
১৯/ হোলডিং কী?
২০/ উপবিধি বলতে কী বোঝায়?
২১/ সমবয় সমিতি আইনটি কতসালের?
২২/ সমবয় সমিতির মূল উদ্দেশ্য কী?
অনুধাবনমূলক প্রশ্ন: (যে কোন ২০ টি প্রশ্নের উত্তর দাও )
১/ প্রত্যক্ষ সেবা বরতে কী বুঝ?
২/ অর্থ নৈতিক উন্নয়নে ব্যবসায়ের ১০ টি অবদান লিখ।
৩/ রুপগত উপযোগ বলতে কী বুঝায়?
৪/ প্রাথমিক শিল্প বলতে কী বুঝায়??
৫/ প্রসিদ্ধ বাংলাদেম প্রভাবিত কী ভাবে হচ্চে?
৬/ এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ৬ টি ক্ষেত্র লিখ।
৭/ সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় সংগঠন কোনটি এবং কেন?
৮/ অংশীদারী ব্যবসায়ের গঠন প্রণালী কয়টি ও কি কি?
৯/ চুক্তি অংশীদারী কারবারের মূলভিত্তি ব্যাখ্যা কর।
১০/ একজন নাবালক কী অংশীদার হতে পারে? ব্যাখ্যা কর।
১১/ অংশীদারী চুক্তি পত্র কি দরকার?
১২/ শেয়ার ও ঋণ পত্রের মধ্য ৪ টি পার্থক্য উল্লেখ কর।
১৩/ মোবাইল ফোন আমাদের কি উপকার করে?
১৪/ কোম্পানির বিলোপসাধন বলতে কী বুঝ?
১৫/ প্রাইভেট ও পাবলিক লিং কোং বলতে কী বুঝ?
১৬/ সমবায়ের মূলনীতি কী? ব্যাখ্যা কর।
১৭/ উপবিধি বলতে কী বুঝ?
১৮/ “একতায় বল” উক্তিটির ব্যাখ্যা কর।
১৯/ কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্ত বলতে কি বুঝায়?
২০/ সমবায় সমিতির সাম্যের নীতিটি ব্যাখ্যা কর।
২১/ “এক সদস্য এক ভোট” সমবায়ের ক্ষেত্রে উক্তি টি ব্যাখ্যা কর।
২২/ বহুমুখি সমবায় সমিতি বলতে কী বুঝ?

Post a Comment

Previous Post Next Post