২০১৫ সালের নববর্ষের বাংলা ও ইংরেজি এসএমএস।

১, নতুনের পথে দিলাম পারা আসুক সব নতুন হয়ে দুঃখ পেছন ফেলে বন্ধু আগাই সামনের পথে। তুমি আমি,যেমন তেমন,এটা ওটা, সত্য মিথ্যা,ভাল খারাপ সবই আছে জীবন ভরে। তবুও মোরা নতুনের দাড় খুলে দেখব জগৎ নয়ন ভরে। ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য জীবন কর তব অন্য ভুবন। শুভ হোক শুভ তোমার আমার নববর্ষ।
২, দেখতে দেখতে একটি বছর কীভাবে চলে গেলে অামাদের জীবন থেকে। ভাবাই যায় না সেই দিনই তো ২০১৪ সাল আসলো আমাদের জীবনে। ভাবতে অবাক লাগছে এভাবেই আমাদের সকলের জীবন থেকে একটি একটি করে দিন চলে যাচ্ছে অতিত করে। এভাবেই আমাদেরও জীবন একদিন অতিত হয়ে যাবে। প্রতিটি দিন যেন অামাদের সেই বার্তাবহ দিয়ে যাচ্ছে। সকলের জীবনের সময় যেন কম হয়ে আসছে দিন দিন। তবুও আমাদের সকলের উচিৎ নিজ নিজ জায়গা থেকে যেটুকু পারি পরিবার, সমাজ ও দেশটার মঙ্গলকর কিছু কাজ করি।

২০১৫ সালের নববর্ষের বাংলা ও ইংরেজি এসএমএস

1.
Let’s Welcome The Year Which Is Fresh And New, Let’s Cherish Each Moment It Beholds, Let’s Celebrate This Blissful New Year.
Happy New Year 2015!
2.
“In everything there must be a season, a time to come and a time to go,
I pray that this New Year brings to you happiness and joy forever and ever.”
Happy New Year 2015
3.
“Lighten up your surroundings with your sweet smile,
And make way for happiness with your good deeds this New Year,
Happy New Year 2015!”
4.
“I wish that not a single tear trickles down your cheek this New Year,
May you be blessed with joy and happiness all the year round.”
Happy New Year 2015!
5.
“In this New Year, I wish you achieve all your goals in life,
And get success at every step of life, enjoy a rocking year.”
Happy New Year 2015!
6.
“May god gift you a style to convert your dream into reality in this New Year,
Wish you Happy New Year.”
7.
“Wish you a happy new year, May every good present day,
Becomes a treasure for a better tomorrow,
Happy New Year!”
8.
“Forget the pains, sorrows, and sadness behind,
Let us welcome this New Year with big smile,
Wish you Happy New Year!”
9.
“Wish you receive god is greatest bliss, life is happiest moments,
And luck is greatest favors this year, Wish you Happy New Year!”
10.
“Hope the New sun of the New Year and the new moon of the New Year,
Brings good fortune and great luck for you, Wish you Happy New Year!”
11.
“Year Come and Go, But this Year I Specially Wish U Your Health And,
Happier Topped With Loads of Good Fortune, Have A Great Year Ahead,
Happy New Year!!”
12.
“Beauty..
Freshness..
Dreams..
Truth..
Imagination..
Feeling..
Faith..
Trust..
This is beginning of a new year!
“Happy new year 2015”
12.
“Memorable moment r celebrated together,
U r my best friend for now & forever,
Make me Miss U even more this New Year,
Hope this year bring Happiness for you Dear.”
Happy New Year 2015
13.
“What the future holds for us,
depends on what we hold for the,
future. May all your days be,
beautiful and bright.. Keep your,
face to the sunshine Let a series,
beautiful and bright.. Keep your,
of happy thoughts run through,
your mind. They will show on your face,
HAPPY NEW YEAR 2015″
14.
“A mother had a slender, small,
body, but a large heart – a heart so,
large that everybody’s grief and,
everybody’s joy found welcome in
HAPPY NEW YEAR”
15.
“I Wish in this new year God gives You,
12 Month of Happiness,
52 Weeks of Fun,
365 Days Success,
8760 Hours Good Health,
52600 Minutes Good Luck,
3153600 Seconds of Joy…and that’s all!”
Happy New Year 2015!

 নতুন বছরের বাংলা এসএমএস ২০১৫

১।
নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রংধনুর রঙে লিখে, দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম…*হ্যাপি নিউ ইয়ার ২০১৫*
২।
নতুন আলো নতুন ভোর, আসলো বছর কাটলো প্রহর। অতিতের হলো মরণ, নতুন কে করো বরন!! পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি। >>হ্যাপি নিউ ইয়ার ২০১৫<<
৩।
স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুজে নাও বাঁচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। *হ্যাপি নিউ ইয়ার ২০১৫*
৪।
২০১৪: হা হা হা।
২০১৫: কিরে চলে যাচ্ছিস হাসছিস যে, তোর তো কাদার কথা!
২০১৪: আমিতো হরতাল ও অবরোধ থেকে বেচে গেছি তাই!
২০১৫: তার মানে আমার বিপদ!
__হ্যাপি নিউ ইয়ার ২০১৫__
৫।
হে নতুন সূর্য, ভুলিয়ে দাও, আছে যত দূঃখ বেদনা। তোমার সোনালি আলোয়। হে নতুন সকাল, উড়িয়ে নিয়ে যাও, না পাওয়ার বেদনা। তোমার স্নিগ্ধ হাওয়ায়। হে নতুন বছর, তুমি নিয়ে এসো সুখ-আশা-স্বপ্ন আর ভালবাসার অফুরন্ত ঝুরি লয়ে।
২০১৫ নতুন বছরের শুভেচ্ছা।
৬।
বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।
*হ্যাপি নিউ ইয়ার ২০১৫*
৭।
নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দূঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। *হ্যাপি নিউ ইয়ার ২০১৫*
৮।
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান। পুরনো সব কস্ট করে ফেল নষ্ট। নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়। এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার।
৯।
ব্যাটারি লো, নেটওয়ার্ক বিজি, কল ওয়েটিঃ, মিস’ড কল, নো আন্সার, মেমরি ফুল, ব্যালেন্স জিরো, এই সব কিছুর আগে তোমাকে জানাই “হ্যাপি নিউ ইয়ার 2015″
১০।
চোখের পানি ফেলোনা, বন্ধু তুমি কেদনা, তোমাকে সবাই ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না। (২০১৪ কে সবাই হাসি খুসিতে বিদায় দাও)। *হ্যাপি নিউ ইয়ার 2015*
১১।
লাইফ কে সুন্দর করো। মন কে ফ্রেশ করো। হৃদয়কে কে নরম করো। টাইম কে ইউস করো। লাভ কে মিস কর। বন্ধু কে এসএমএস করো। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর। *হ্যাপি নিউ ইয়ার ২০১৫*
১২।
আগের সব কস্ট, করে ফেল নস্ট। নতুন দিনে সবার প্রানে, কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুসি থাকো সারা দিন।
>>হ্যাপি নিউ ইয়ার ২০১৫<<
১৩।
মিস্টি হাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক। জানাই সবাই কে আরেক বার হ্যাপি নিউ ইয়ার।
*হ্যাপি নিউ ইয়ার 2015*
১৪।
আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট। আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করি আমি সারাটা ক্ষণ। *হ্যাপি নিউ ইয়ার*
১৫।
ঝরা পাতার মত ঝরে যাচ্ছে “4”, তো কি হয়েছে? বাকি “201” তো ঠিক আছে, আর “4” ঝরে গিয়ে নতুন পাতা আসছে “5” । “2014” কে বিদায় দাও “2015” কে স্বাগত জানাও। *হ্যাপি নিউ ইয়ার ২০১৫*
১৬।
নববর্ষের চাওয়া কি বাঙালীজাতির ? আমার মনে হয় আপাতত: আলুভাত ।আপনার কি মনে হয় ? সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

নববর্ষের এক্সক্লুসিভ কিছু ছবি কালেকশন ।

Happy New Year 2014234
68Happy New Year 2014Happy New Year 2015Happy New Year 2015Happy New Year 2015Happy New Year 2015Happy New Year 2015Happy New Year 2015Happy New Year 2015আজ এ পর্যন্ত ভাল থাকবেন সবাই আর পোস্ট ভাল লাগলে অবশ্যই ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন
নোটঃ পোস্টের কিছু অংশ ইন্টারনেটের বিভিন্ন সুত্র থেকে সংগ্রহ করা ।

Post a Comment

Previous Post Next Post