ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান সম্পর্কিত তথ্যঃ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রতি বছর ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান
যেখানে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজে বিনামূল্যে আবেদন করবে
এবং সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় নির্বাচিত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হবে।
চলতি বছর অর্থাৎ 2022 সালের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আর্থিক অনুদান প্রদান করা হবে।
আর্থিক আবেদন শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ শেষ হবে। যার মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
নির্দিষ্ট সময় পরে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
অর্থ প্রদানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের অবশ্যই একটি নগদ একাউন্ট থাকতে হবে।
যার মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ প্রদান করা হবে। এক্ষেত্রে সকল শিক্ষার্থীর নগদ একাউন্ট না থাকবে তাদের পরবর্তীতে আবার দিতে হবে।
ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান আবেদন করার জন্য শিক্ষার্থীদের কোনরকম ফ্রি বা টাকা দিতে হবে না।
খুব সহজে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে খুব সহজে আবেদন করার জন্য ভিডিও আকারে টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান আবেদন করার পদ্ধতিঃ
শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা আর্থিক অনুদান প্রদান করছে শিক্ষা মন্ত্রণালয়। যেখানে শিক্ষার্থীরা অনলাইনের খুব সহজ আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ
প্রথম ধাপঃ প্রথম ধাপে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
নিচে দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত
একটি কণার সেখানে শিক্ষার্থী আর্থিক অনুদান অপশনে ক্লিক করে আবেদন ফরমে প্রবেশ করতে হবে।
দ্বিতীয় ধাপঃ দ্বিতীয় ধাপে শিক্ষার্থীকে মাই গভ সরকারি সেবার ওয়েবসাইটে প্রবেশ করাবে।
সেখানে শিক্ষার্থীকে তার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে শিক্ষার্থী খুব সহজে তার নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবে।
তৃতীয় ধাপঃ তৃতীয় ধাপে শিক্ষার্থীকে শিক্ষার্থী আর্থিক অনুদান অপশনে ক্লিক করতে হবে যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর কথা লেখা আছে ।
সেখানে আসার পর তাকে আবেদন করুন এ ক্লিক করতে হবে এবং তাকে নতুন একটি ইন্টারফেস দেয়া হবে যেখানে তার সকল তথ্য গুলো দিতে হবে।
চতুর্থ ধাপঃ চতুর্থ ধাপে শিক্ষার্থীদের তাদের ব্যক্তিগত ও অভিভাবকের তথ্য এবং শিক্ষাগত তথ্য ফরম পূরণ করতে হবে।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিক তথ্য পূরণ করতে হবে এবং শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য পূরণ করে জমা দিতে হবে।
পঞ্চম ধাপঃ পঞ্চম ধাপে শিক্ষার্থীকে তার তথ্যগুলো পূর্ণ পূর্ণ বিবেচনায় এনে যাচাই-বাছাই করে দেখতে হবে
এবং কোন ভুল হলে তা সংশোধন করে নিতে হবে পরবর্তীতে তাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে
এবং অন্যান্য ডকুমেন্ট আছে তা সংযুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
সাবমিট বাটনে ক্লিক করার পরবর্তীতে শিক্ষার্থী আবেদন শিক্ষা মন্ত্রণালয় কাছে জমা হবে এবং
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবেদন এর সকল আপডেট এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।