USB OTG ক্যাবল আসলে কী? জেনে নিন নারী নক্ষত্র।

USB OTG আসলে কী?

OTG শব্দের মানে হলো On The Go। যদি দুটি ডিভাইস এমন হয় যে তারা উভয়েই USB OTG সাপোর্টেড তাহলে আপনি এই দুটি ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং অবশ্যই কিছু সুনির্দিষ্ট ফাংশন ব্যবহার করতে পারবেন। সবচেয়ে সাধারন উদাহরণটি হলো যখন আমরা পিসি ব্যবহার করি তখন পিসি একটি হোস্ট হিসাবে কাজ করে এবং আমরা এর সাথে আমাদের স্মার্টফোন কিংবা USB ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করি। আমরা যখন স্মার্টফোনের সাথে OTG ক্যাবল ব্যবহার করবো তখন আমাদের স্মার্টফোনটিও পিসির মতো একটি হোস্ট হিসাবে কাজ করবে। এরফলে আমরা চাইলেই আমাদের স্মার্টফোন থেকে OTG ক্যাবলের মাধ্যমে প্রিন্টার, মাউস, কিবোর্ড কিংবা USB ফ্ল্যাশ ড্রাইভের সাথে কানেক্ট করতে পারবো। বুঝতে পারলেন তো ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন এর জন্য OTG কতোটা গুরুত্বপূর্ণ? এখন কথা হলো বুঝবেন কীভাবে যে আপনার ডিভাইসটি USB OTG সাপোর্টেড কিনা? এটা বুঝা এতোটা কঠিন কিছু না, কারন আপনি যদি ডিভাইস স্পেসিফিকেশনে নিচের মতো লোগো দেখেন তাহলে নিশ্চিত হবেন যে আপনার ডিভাইসটি USB OTG সাপোর্টেড।

কীভাবে স্মার্টফোন কিংবা ট্যাবলেটে OTG ব্যবহার করবেন?

স্মার্টফোনে এই সুবিধাটা নতুন আসলেও OTG কিন্তু নতুন কোন ফিচার না। এটা আজ থেকে প্রায় এক দশক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। তবে স্মার্টফোনের কল্যাণে এই জিনিসটার নাম অন্তত আমি প্রথম শুনেছি। আপনাদের অবস্থা অনুমান করার দুঃসাহস নাইবা দেখালাম। যদি আমরা এই USB OTG এর ব্যবহার বিষয়ে কথা বলতে চাই তাহলে দেখবো এটার ব্যবহার আপনার ডিভাইসের ভিন্নতার কারনে ভিন্ন হয়ে যাবে। আপনি যদি স্মার্টফোনে কিংবা ট্যাবলেটে USB OTG ব্যবহার করতে চান তাহলে আপনি এর সাহায্যে মাইক, কিবোর্ড, মাউস, হার্ড ড্রাইভ কিংবা USB স্টিকস ব্যবহার করতে পারবেন। তবে হাই কোয়ালিটি মাইক বা অন্য এরকম কোন ডিভাইস যার ফাংশনালিটি অনেক বেশি, সেগুলো ব্যবহারে একটু বেশি সতর্ক থাকতে হবে। তবে মজার ব্যাপার হলো যখন বাজার প্রথম টাচ স্মার্টফোন কিংবা ট্যাবলেট আসলো তখন মানুষ ধরেই নিয়েছিলো যে ফোনে কিবোর্ডের ব্যবহার আসতে আসতে বিলুপ্তির পথেই যাচ্ছে। কিন্তু USB OTG সুবিধা দেওয়ার পর দেখা যাচ্ছে স্মার্টফোন বা ট্যাবলেট আবারো সখ্যতা গড়তে যাচ্ছে কিবোর্ডের সাথে।

USB OTG দিয়ে আমরা কী করবো?

প্রশ্নটা করেছি আসলে মজা করার জন্য, কারন এতো কিছু বলার পর এই প্রশ্ন করা মানে হলো, “সারা রাত গীতা পাঠ করে সকালে প্রশ্ন করা সীতা কার বাপ?” এর মতো। যাহোক আপনারা ইতিমধ্যেই জেনেছেন কীভাবে USB OTG ব্যবহার করতে হয়। এখন একটু জেনে নেই কিছু এক্সট্রা সুবিধা। এর সাহায্যে কোন ফ্ল্যাশ ড্রাইভকে যদি আপনি ফোনের সাথে কানেক্ট করেন তাহলে অতিরিক্ত কোন ফাইল এক্সপ্লোরার ব্যবহার না করেই সরাসরি আপনি আপনার ফোন থেকে ফ্ল্যাশ ড্রাইভে এক্সেস করতে পারবেন। এর জন্য কোন আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবেনা। যেকোন ফাইলকে আপনার ফোনে কপি না করেও আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। আসলে এটা দিয়ে কোন ড্রাইভকে কানেক্ট করলে সেটা একটা এক্সটার্নাল স্টোরেজ হিসাবে কাজ করবে।

Post a Comment

Previous Post Next Post