বিশ্বকাপ ক্রিকেট ২০১৫: যা কিছু নতুন

বিশ্বকাপ ক্রিকেট ২০১৫: যা কিছু নতুন


unnamed (2)
★★দেখতে দেখতে এসেই গেল ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। বিশ্ব ভালোবাসা দ্বিবসে ওশেনিয়া মহাদেশে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপে ক্রিকেটের এগারতম আসর। গুনে গুনে আর মাত্র ৫৪ দিন বাকি আছে। প্রতি বিশ্বকাপেই দেখা যায় কিছু নতুনত্ব। মুলাদীর জানালার পাঠকদের জন্য এবার আমরা সেইসব নতুনত্ব উপস্থাপ্ন করতে যাচ্ছি। এক পলকে দেখে নিন সেই সব নতুন কিছু সংযোযন-দুবাইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক আইসিসির বোর্ড সভায় ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গৃহীত হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। তার উল্লেখযোগ্য কয়েকটি-
★বাড়ছে প্রাইজমানি: ২০১৫ বিশ্বকাপে মোট প্রাইজমানি ১ কোটি ডলার। ২০১১ বিশ্বকাপে এ সংখ্যাটিই ছিলো ৮০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হলে জয়ী দল পাবে ৪০ লাখ ২০ হাজার ডলার।আর কোনো দল যদি এক ম্যাচ হেরে শিরোপ জিতে সেক্ষেত্রে তারা পাবে ৩৯ লাখ ৭৫ হাজার ডলার। আর রানার্স আপ দল পাবে ১৭ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দুটো পাবে ৬ লাখ ডলার করে।
★ডিআরএস-ডিসিশন রিভিও সিস্টেম: বিশ্বকাপের ৪৯ টি ম্যাচের সবগুলোতেই থাকবে ডিআরএস পদ্ধতির প্রয়োগ।
★সুপার ওভার  ও রিজার্ভ ডে: ২০১৫ সালের বিশ্বকাপে মূলপর্ব তথা নক আউট পর্বের প্রতিটি ম্যাচের জন্যই থাকবে রিজার্ভ ডের ব্যাবস্থা। ম্যাচ টাই হলেও সেকে।সক্ষেত্রে সুপার ওভার সিস্টেম এর ব্যবস্থা থাকবেনা। এক্ষেত্রে গ্রুপ পর্বে ভালো করে  আসা দলগুলো সুবিধা পাবে।কিন্তু ফাইনালে ম্যাচ টাই কিংবা পরিত্যাক্ত হলে উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

Post a Comment

Previous Post Next Post