> আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ কিন্তু এ খাবার পুরোপুরি হজম করতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগে।
> ফ্লেমিঙ্গো পাখি তখনই খেতে পারে যখন তাদের মাথা পুরোপুরি উলটো করে ফেলে।
> মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল। একজন স্বাভাবিক মানুষ মিনিটে ১২ বার চোখের পলক ফেলে এবং একদিনে দশহাজার বার।
> চোখের কর্ণিয়া একমাত্র টিস্যু যার রক্তের প্রয়োজন হয় না। চোখ ২ মিলিয়ন কর্মরত প্রত্যঙ্গ এর সমন্বয়ে গঠিত। চোখ প্রতি ঘন্টায় ৩৬০০০ বিট (একক) তথ্য প্রক্রিয়া করতে পারে।
> পৃথিবীর বিখ্যাত ও রহস্যময় সভ্যতা হলো মায়ান সভ্যতা। এই মায়ানরা বিজ্ঞান, জ্যোতিষচর্চা ও মহাকাশ জ্ঞানের দিক থেকে সব সময়ের সবাইকে অতিক্রম করেছিল। তাদেরই একটি বিখ্যাত শহরের নাম পালাঙ্কি। এ শহরটির অবস্থান মেক্সিকোর চিয়াপাস রাজ্যের গহিন অরণ্যে। বিংশ শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স ব্লুম নামে একজন আবিষ্কারক মেক্সিকোর একটি অরণ্যে পালাঙ্কির ধ্বংসাবশেষ খুঁজে পান।
> আলবার্ট আইনস্টাইনকে ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার জন্যে অফার করা হয়েছিল, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন।
> মোনালিসা’র কোন ভ্রু ছিল না। কারণ রেনেসার যুগে ভ্রু শেভ করে ফেলাটাই ছিল তখনকার ফ্যাশন।
> কানের পাশে কোন একটা কিছু (ফানেল জাতীয় যেমন কাপ) ধরি তখন যে গর্জন শুনতে পাই তা আসলে সাগরের শব্দ নয়। রক্ত আমাদের কানের শিরা দিয়ে যে প্রবাহিত হচ্ছে তার শব্দ।
> আদি গ্রীসে কোন একটা মেয়ের দিকে আপেল ছোড়া বিয়ের অফিশিয়াল প্রপোজাল হিসেবে গণ্য হত। আর মেয়েটা যদি সেটা ধরতো তার মানে হচ্ছে সে এই প্রস্তাবে রাজি।
> আদিকালে অপরিচিত মানুষরা হ্যান্ডশেক করতো এটা বোঝানোর জন্যে যে তারা নিরস্ত্র।
> কিছু লোক প্রকৃতপক্ষে খুব সুখি হলে ভয় পায় কারণ তারা মনে করে এর পিছনে কিছু মর্মান্তিক ঘটনা আসন্ন। এটি Cherophobia নামে পরিচিত।
> আপনি আপনার নাক দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে মুখ বন্ধ করে mmmmm ৭ সেকেন্ডের বেশি করতে পারবেন না
> Steve Jobs যখন অসুস্থ ছিলেন তখন অক্সিজেন মাস্ক লাগান নি। কারণ এটা যেভাবে ডিজাইন করা হয়েছে তা তার পছন্দ হয় নি।
> অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!! কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/টানতে পারবে!!
এতে কোনো বাধা নেই!!
> গাধা একমাত্র চতুষ্পদ প্রাণী যে নিজের চারটি পা-ই দেখতে সক্ষম ।
> পৃথিবীর সবচেয়ে মূল্যবান বা দামী পানি হল হাওয়াইয়ের গভীর সমুদ্র তলদেশ থেকে তুলে আনা উচ্চ খনিজ সমৃদ্দ ও বিশেষ উপায়ে লবণমুক্ত করা 'কণা নিগারি' পানি। এর এক আউন্স পানির দাম সাড়ে ১৭ ডলার।
> রবিবার দিয়ে শুরু হওয়া মাসে ১৩ তারিখ শুক্রবার হবে।
> পৃথিবীতে কতই না প্রাণী। এতো বড় থেকে শুরু করে চোখে দেখা যায় না এমন প্রাণীও রয়েছে। তবে আমাদের পৃথিবীতে ৯৫% প্রাণীই একটা মুরগীর ডিমের চেয়েও ছোট।
> ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে - ৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান মঞ্জিলে।
> চা আবিষ্কার হয় চীনে, আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে। ফুটন্ত পানিতে ভুলে কিছু চা পাতা পড়ে গিয়ে এই পানীয় তৈরি হয়ে যায়। নিউ ইয়র্কে ১৯০৯ সালে টমাস স্যুলিভান প্রথম টি-ব্যাগের প্রচলন করেন।
>মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০বাক্য বলেন, অন্য দিকে পুরুষরা বলে মাত্র ২০০০ বাক্য।
>প্রতি বছর নীল নদের তীরে প্রায় ১০০০ মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে।
>সরীসৃপ প্রাণীর ডিম ফুটে ছেলে হবে না মেয়ে হবে তা কিন্তু তার ক্রোমসম এর উপর নির্ভর করে না। এটি নির্ধারিত হয় বাসার তাপমাত্রার উপর।
>বাসার তাপমাত্রা যদি ৯০-৯৩ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে সেটি একটি ছেলে হবে আর বাসার তাপমাত্রা যদি ৮২-৮৬ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে সেই ডিম ফুটে মেয়ে বাচ্চা হবে।
>একজন মানুষ প্রতিদিন যে পরিমান বাতাস শ্বাস হিসাবে গ্রহণ করে তা দিয়ে একটি বা দুটি নয় ১০০০ টি বেলুন অনায়াসে ফোলানো সম্ভব।
>অলিম্পাস মনস হল মঙ্গলের উচ্চতম পাহাড়। যার উচ্চতা প্রায় ১৫ মাইল। যেটি কিনা আমাদের পৃথিবীর সবচেয়ে উচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এর থেকেও ৩ গুন উচু।
>JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো “Gerenal Purpose Vehicle” -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।
>পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়।
>বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসন অন্ধকারকে ভীষন ভয় পেতেন।
>“Yahoo” তে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সার্চ আইটেম হল Google!!Queen Elizabeth.
(সংগ্রহীত)
Tags
বিজ্ঞান বিচিত্রা